ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

পাকিস্তানকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে চীনের নতুন বার্তা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৪২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৪২:১০ অপরাহ্ন
পাকিস্তানকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে চীনের নতুন বার্তা
ভারতের সঙ্গে সাম্প্রতিক ভয়াবহ সংঘাতের পর চীনে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ‘লোহিত ভাই’ বলে সম্বোধন করেছে বেইজিং। এ সময় চীন ইসলামাবাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও আত্মরক্ষার অধিকারে অকুণ্ঠ সমর্থনের আশ্বাস দিয়েছে।

চারদিন ধরে চলা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর, ১০ মে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ইসহাক দারের বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী সৌহার্দ্য ও উষ্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে। আলোচনায় দক্ষিণ এশিয়ার উত্তেজনাকর পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বহুপাক্ষিক সহযোগিতা উঠে আসে।

ইসহাক দার জানান, যুদ্ধবিরতির পর প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নেওয়া ছিল পাকিস্তানের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা, যাতে চীনের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি বলেন, “চীনের মৌলিক স্বার্থে পাকিস্তান অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

দার আরও বলেন, দুই দেশের নেতৃত্ব যে ‘অল ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ’-এ সম্পর্ক উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে, পাকিস্তান তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, সেটিই দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির পথ।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান চীনের অকৃত্রিম বন্ধু ও সর্বকালীন কৌশলগত অংশীদার। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃষি ও শিল্পায়ন খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। তারা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর দ্বিতীয় পর্যায়ে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং তৃতীয় পক্ষের অংশগ্রহণের সম্ভাবনাও উন্মুক্ত রাখার কথা বলেন।

আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়, যাতে বহুপাক্ষিক মঞ্চেও অভিন্ন লক্ষ্য পূরণে একযোগে কাজ করা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান