তদবির বাণিজ্য ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে দুদকের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে হাজির হন তারা। পরে দুদকের পরিচালক রফিকুজ্জামান রুমির নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে গাজী সালাউদ্দিন তানভীর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে তার বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে ৪০০ কোটি টাকা কমিশন গ্রহণ, ডিসি নিয়োগে তদবিরসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
এদিকে, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই কর্মকর্তা—তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে ওঠা অভিযোগও কম নয়। তাদের বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডার কারসাজি ও নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
তাদের দুদকের তলব ছিল মঙ্গলবার (২০ মে)। তলব অনুযায়ী হাজির হয়ে তারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন।
দুদক জানিয়েছে, এই তিনজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
Mytv Online