জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, করিডর ইস্যুতে বাংলাদেশের অবস্থান একদম স্পষ্ট—“আমাদের সঙ্গে এ নিয়ে কারও কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতেও হবে না।”
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, “করিডর বলতে সাধারণত দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া মানুষদের সরিয়ে নেওয়ার একটি জরুরি ব্যবস্থা বোঝায়। কিন্তু আরাকানের বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কাউকে সরিয়ে নিচ্ছি না, বরং শুধু মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, আরাকানে বর্তমানে সড়ক বা নৌপথে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। সে কারণে জাতিসংঘ বাংলাদেশকে অনুরোধ করেছে সীমিত আকারে সহায়তা নিয়ে যেন তারা রোহিঙ্গা শিবিরের ভেতরে প্রবেশ করতে পারে।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, “যদি দুই দেশের সম্মতি থাকে, তাহলে এই মানবিক সহায়তা পৌঁছাবে। তবে পুরো বিষয়টির দায়িত্ব জাতিসংঘ নেবে। আমরা শুধু বর্ডার কন্ট্রোল করব যেন মাদক বা অস্ত্র কোনোভাবে সীমান্ত পেরিয়ে না যায়।”