আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া এবং আফতাবনগরে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে এবছর এই দুই স্থানে হাট বসানো সম্ভব নয়।
বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, এর আগে হাইকোর্ট মেরাদিয়া ও আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল করে ইজারাদার পক্ষ। তবে চেম্বার আদালত ‘নো অর্ডার’ (কোনো আদেশ নেই) বলায় হাইকোর্টের আদেশই বহাল থাকলো বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
এই আদেশের ফলে বসবাসযোগ্যতা, জনদুর্ভোগ ও পরিবেশগত দিক বিবেচনায় উল্লেখিত দুই এলাকায় এ বছর কোরবানির পশুর হাট বসানো যাবে না।