বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠন ছাত্রদল ৫৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক টিম গঠন করেছে। টিমের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে দলীয় কর্মসূচি প্রচার করা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শিক্ষার্থীদের মতামত গ্রহণ, ছাত্র রাজনীতির মূল্যায়ন করা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মো. আবু হোরায়রা এবং এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু এই টিমের সার্বিক তত্ত্বাবধান করছেন।
টিমের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে রয়েছেন সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নিয়োজিত সদস্যরা। এসব সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের সেবা প্রদানের জন্য কাজ করবেন।