জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা পরিচালনা, দল-প্রার্থীর অঙ্গীকারনামা গ্রহণ ও ভোটকেন্দ্র স্থাপন নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ মে) ইসির পঞ্চম কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ২০২৫ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে কমিশন।
তিনি বলেন, খসড়া নীতিমালায় নির্বাচনী প্রচারণা ইসির সরাসরি তত্ত্বাবধানে আনার প্রস্তাব রাখা হয়েছে। দল ও প্রার্থীদের কাছ থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নেওয়ার বিষয়ও যুক্ত হয়েছে।
ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন—ডিসি-এসপি নেতৃত্বাধীন জেলা কমিটি বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে এই দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা।
ইসি বলছে, আগের কাঠামোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, যেহেতু এবার নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না, তাই সংশ্লিষ্ট সব বিধানও খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে।
সবশেষে ইসি জানায়, সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলেই গেজেট আকারে এসব বিধিমালা প্রকাশ করা হবে।