পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স যেন হয়ে উঠেছে মিনি বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর এবার সেই দলে যোগ দিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেই ম্যাচেই একসঙ্গে মাঠে দেখা যেতে পারে তিন বাংলাদেশি ক্রিকেটারকে।
বিদেশি খেলোয়াড় সংকটে থাকা লাহোর দলে সাকিব ফিরেছেন প্রায় ছয় মাস পর। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।
সাকিবের পর সুযোগ পান বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে সাময়িক বাদ পড়া মেহেদী হাসান মিরাজ। সর্বশেষ বুধবার (২১ মে) রাতে টাইগারদের হয়ে ম্যাচ খেলার পরই পাকিস্তানের উদ্দেশে উড়াল দেন রিশাদ হোসেন।
এর আগেও পিএসএলের গ্রুপ পর্বে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন ৯ উইকেট।
এখন অপেক্ষা শুধু আজ রাতের ম্যাচে একসঙ্গে মাঠে নামার। ওয়ার্নারদের বিপক্ষে লড়াইয়ে লাহোর একাদশে দেখা যেতে পারে সাকিব-মিরাজ-রিশাদকে।