ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

তাকে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল: পাক সেনাপ্রধানকে ইমরান খানের ‘কটাক্ষ’

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:৪৭:২০ অপরাহ্ন
তাকে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল: পাক সেনাপ্রধানকে   ইমরান খানের ‘কটাক্ষ’
পাকিস্তান বর্তমানে ‘জঙ্গল আইন’ দিয়ে শাসিত হওয়ায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে ‘রাজা’ উপাধি দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং কারাবন্দি নেতা ইমরান খান।বৃহস্পতিবার (২২ মে) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিটিআই’র প্রতিষ্ঠাতা। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বড় ভূমিকা রাখায় গেল মঙ্গলবার জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় শীর্ষ সামরিক কর্মকর্তা, যিনি এই পদ পেলেন।
 


ইমরান খান তার পোস্টে লিখেছেন, মাশআল্লাহ, জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে। যদিও সত্যি বলতে, তাকে রাজা উপাধি দেয়াটাই বেশি উপযুক্ত হত - কারণ বর্তমানে দেশ (পাকিস্তান) জঙ্গলের আইন দিয়ে শাসিত। আর জঙ্গলে কেবল একজনই রাজা আছেন।
২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা এই পিটিআই নেতা আরও জানান, তার সাথে চুক্তি হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। বলেছেন, ‘কোনো চুক্তি (সরকারের সঙ্গে) হয়নি, কোনো সংলাপও চলছে না। এগুলো ভিত্তিহীন, মিথ্যা।’ তবে সত্যিই পাকিস্তানের স্বার্থ এবং ভবিষ্যতের কথা চিন্তা করে থাকলে, সামরিক প্রতিষ্ঠানকে তার সঙ্গে খোলাখুলিভাবে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন ইমরান। 
 

 

পোস্টে তিনি লিখেছেন, দেশ এখন বহিরাগত হুমকি, সন্ত্রাসবাদের উত্থান এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগে কখনো নিজের জন্য কিছু চাইনি, এখনো চাইব না।ভারতের আক্রমণ সম্পর্কে শেহবাজ শরিফ সরকারকে সতর্ক করে ইমরান খান বলেন, তাদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
 



তিনি বলেন, পাকিস্তান এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে আইন কেবল দুর্বলদের জন্য প্রযোজ্য, ক্ষমতাশীলদের জন্য নয়।
 




এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদে পদোন্নতি নিয়ে পিটিআই-তে বিভক্তি দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদমাধ্যম দ্য ডন। কারণ হিসেবে বলা হচ্ছে, দলটির কারাবন্দি নেতা ইমরান খান সরকারের পদক্ষেপের (জেনারেল মুনিরকে পদোন্নতি) সমালোচনা করলেও, পিটিআই’র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গওহর আলী খান নবনিযুক্ত ফিল্ড মার্শালকে স্বাগত জানিয়েছেন।
 

কমেন্ট বক্স