ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫২:৩৭ অপরাহ্ন
জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭
জার্মানির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হামবুর্গের প্রধান রেলওয়ে স্টেশনে ছুরি হামলায় ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, আরও ছয়জন গুরুতর আহত বলে জার্মান দৈনিক বিল্ডের খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।হামবুর্গ পুলিশ বলেছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে।স্টেশনের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পুলিশ জানিয়েছে, তাদের ধারণা গ্রেপ্তার নারী একাই এ হামলায় জড়িত এবং এ হামলার পেছনে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই বলেই তাদের বিশ্বাস।“হামলাকারী সম্ভবত চরম মানসিক চাপের মধ্যে ছিলেন বলে আমরা মনে করছি,” সাংবাদিকদের এমনটাই বলেছেন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান আবেনজেথ।




বিবিসি লিখেছে, হামলাটি হয়েছে হামবুর্গ সেন্ট্রাল স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। এই প্ল্যাটফর্মগুলোতে ব্যস্ত একটি প্রধান সড়ক দিয়ে ঢোকা যায়। হামলার সময় একটি ট্রেন ওই প্ল্যাটফর্মদুটির একটিতে দাঁড়িয়ে ছিল।আহতদের কয়েকজনকে ট্রেনের ভেতরেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে একাধিক খবরে বলাও হয়েছে।জার্মান চ্যান্সেলর ফ্রিদরিশ মেয়াৎস হামলার ঘটনায় ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়ে ঘটনাস্থলে গিয়ে ‘তাৎক্ষণিক সহায়তা’ দেওয়ায় জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন।জার্মান রেল পরিচালক ডয়েচে বান জানিয়েছে, ঘটনার পর স্টেশনের চারটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে কিছু সেবায় বিলম্ব কিংবা কোথাও কোথাও রুটে পরিবর্তন আনা হতে পারে।




একাধিক ছবিতে ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মী ও তাদের গাড়ি দেখা গেছে, অন্যদের কাছ থেকে আহতদের আড়াল করতে দেওয়া হয়েছে নানান প্রতিবন্ধকতা।জার্মান গণমাধ্যমে ব্যবহৃত এক ছবিতে স্ট্রেচারে করে একজনকে প্যারামেডিকসরা নিয়ে যাচ্ছেন, এমনটা দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, হাত পেছনে রাখা সন্দেহভাজন ওই নারীকে পুলিশের কর্মকর্তারা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে পুলিশের গাড়িতে তুলছেন।হামবুর্গ সেন্ট্রাল স্টেশনটি জার্মানির অন্যতম ব্যস্ত পরিবহন হাব, প্রতিদিন সাড়ে ৫ লাগের বেশি মানুষ এটি ব্যবহার করে বলে স্টেশনের ওয়েবসাইটে বলা হয়েছে। শুক্রবারের ব্যস্ত সময়ে এই স্টেশনে ব্যাপক ভিড়ও লক্ষ্য করা যায়।চলতি বছরের জানুয়ারিতে আশফেনবুর্গে একটি পার্কে ছুরি হামলায় ২ বছর বয়সী এক শিশু ও ৪১ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছিল। আহতও ছিল একাধিক।




এর মাসখানেক পরে বার্লিনের হলোকাস্ট মেমোরিয়ালে আরেক হামলায় এক স্পেনিশ পর্যটক নিহত হয়।গত বছরের ডিসেম্বরে দেশটির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগদেবুর্গে এক ক্রিস্টমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত