রাশিয়ার ওরিওল অঞ্চলে একটি এমআই-৮ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২৩ মে) স্থানীয় সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। এতে হেলিকপ্টারটিতে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলের উরিটস্কি জেলায় দুর্ঘটনাটি ঘটে।
ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ জানান, ঘটনাস্থলে জরুরি সেবা টিম পৌঁছেছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও অনুরোধ করেন, জনসাধারণ যেন ঘটনাস্থল থেকে কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ফলে ভূমিতে কেউ হতাহত হননি। তবে হেলিকপ্টারে থাকা ক্রুদের কেউই বেঁচে নেই।”
বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Mytv Online