পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সব দলের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আগামীকাল রোববার বিকেলে তার সরকারি বাসভবন ‘যমুনা’-তে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সূত্র জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিটি থেকে একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে অংশ নিতে।
‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আমার দেশ-কে জানিয়েছেন, “প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আগামীকালের বৈঠকের কথা আমাদের জানানো হয়েছে। সময় এখনো জানানো হয়নি, তবে ধারণা করছি বিকালেই হবে।”
এর আগে আজ সন্ধ্যায় পৃথকভাবে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। যমুনা বাসভবনে সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াত ইসলামী প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা রয়েছে।