গবেষক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার’-এ ভূষিত করছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে গবেষণা, গানের চর্চা ও প্রসারের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পাচ্ছেন দুজন।শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে একাডেমি।আগামীকাল রোববার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে অধ্যাপক আনোয়ারুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য নিয়ে পড়াশোনা করা এই কীর্তিমান অধ্যাপনা করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে। নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে বিস্তর গবেষণা করেছেন তিনি। নজরুল নিয়ে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে নজরুল ও তার বৈরিপক্ষ, নজরুল পরিক্রমা, নজরুল নার্গিস প্রমীলা নবমূল্যায়ন ইত্যাদি।
অন্যদিকে ষাটের দশকের শুরুতে নজরুল সংগীতের চর্চা শুরু করেন শবনম মুশতারী। নজরুলের গান নিয়ে বিভিন্ন সময়ে তার কয়েকটি অ্যালবামও প্রকাশ হয়েছে। একসময় টেলিভিশনের পর্দায়ও নিয়মিত নজরুলের গান পরিবেশন করতেন এই খ্যাতিমান সংগীতশিল্পী।
Mytv Online