অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম। শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, গত ২১ মে ভিয়েতনামের টেলিযোগাযোগ মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে দেশটির ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের। ওই চিঠিতে টেলিগ্রাম অ্যাপকে আইন লঙ্ঘনের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি অ্যাপটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ভিয়েতনাম সরকারের দাবি, টেলিগ্রামের কিছু গ্রুপ ব্যবহারকারীদের তথ্য বিক্রি করেছে। এছাড়া এসব গ্রুপের সঙ্গে মাদক পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র থাকার অভিযোগও রয়েছে।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মতে, দেশটিতে টেলিগ্রামের ৯ হাজার ৬০০-এর বেশি চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেল থেকেই ‘খারাপ তথ্য’ ছড়ানো হচ্ছে। সরকারের অভিযোগ, এসব গ্রুপে লাখ লাখ সদস্য রয়েছে এবং তারা ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।
মন্ত্রণালয় মনে করছে, ভিয়েতনামে টেলিগ্রামের কার্যক্রম বন্ধে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।