ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনে বসবাসকারীদের ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের সরকারের কাছে সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ চাইলেন হাসনাত আবদুল্লাহ চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোপের মুখে আ.লীগ নেত্রী, পুলিশে হস্তান্তর বিদ্যুৎ বিভ্রাটে অচল কান উৎসবের শেষ দিন মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট ২০০৯ সালের পর মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো আরব আমিরাত কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ হজযাত্রায় সাগরপথে পাঁচ ব্রিটিশ যুবক, পাড়ি দেবেন সাড়ে ৭ হাজার কিলোমিটার পথ রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি সোমবার থেকে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩ সিলেট সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন কান উৎসবে বিশেষ সম্মাননা পেল বাংলাদেশের ‘আলি’ নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি : হাসনাত আবদুল্লাহ যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোও জানানো হবে: আলী রীয়াজ পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড ১০ দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরির মালিকদের ধর্মঘট

চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর মারা গেছেন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১২:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১২:৪০:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামে গুলিবিদ্ধ ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর মারা গেছেন
প্রতিপক্ষের গুলিতে আহত চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয় তার। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক গণমাধ্যমকে  এই তথ্য নিশ্চিত করেন।



নিহত আকবর নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গ্রেফতার অন্য শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আকবর ও সরোয়ার।এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে আহত হন আকবর। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও শিশু মহিম ইসলাম রাতুল (৮)।




ঘটনাস্থলের কাছে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকাইয়া আকবর, একজন তরুণী এবং অন্য চারজন ছেলেসহ মোট ছয়-সাতজন ২৮ নম্বর দোকানে বসেছিলেন। দোকানের এক ছেলে তারা কী অর্ডার করবেন জিজ্ঞেস করেন। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবু তিনি গুলিবিদ্ধ হন। এরপর মাটিতে লুটিয়ে পড়েন।




কারাগারে আটক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেনের অনুসারী ও তার স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে প্রায়ই ভিডিও দিতেন আকবর। পাশাপাশি সাজ্জাদের স্ত্রী তামান্নাও আকবরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে নানা ভিডিও দিতেন।অন্যদিকে গত ১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে গ্রেফতার হন সন্ত্রাসী সাজ্জাদ। এরপর ২৯ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে দুজন নিহত হন। তবে বেঁচে যান কারে থাকা ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার এক আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, সাজ্জাদকে ধরিয়ে দেওয়াসহ পাঁচ কারণে ক্ষুব্ধ হয়ে তারা সরোয়ারকে লক্ষ্য করে গুলি করেছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বনে বসবাসকারীদের ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার

বনে বসবাসকারীদের ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার