৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি) স্বীকৃতি পেল বাংলাদেশের সিনেমা ‘আলী’। এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে পরিচালক আদনান আল রাজীব নির্মিত স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি।
গত বৃহস্পতিবার (২২ মে) কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে দেখানো হয় ‘আলী’। প্রদর্শনীর পরপরই আলোচিত ও প্রশংসিত হয় ১৫ মিনিটের এই ছবিটি।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল-আমিন। নাম ভূমিকায় অভিনয় করা এই চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে রক্ষণশীল এক সমাজে। সেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়। আর সেই সমাজে দাঁড়িয়ে আলী নিজেই গানের প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এই সরল ইচ্ছার আড়ালে লুকিয়ে আছে সাংস্কৃতিক বঞ্চনা, লিঙ্গ বৈষম্য ও ব্যক্তিস্বাধীনতার বিরুদ্ধে একটি প্রশ্ন।
পরিচালক আদনান আল রাজীব জানান, ছবির শুটিং হয়েছে গত বছরের ডিসেম্বরে, সিলেটের বিভিন্ন লোকেশনে। টানা পাঁচ দিন কাজ করে সম্পন্ন হয়েছিল শুটিং। বহু বছর বিজ্ঞাপন ও ছোট পর্দার নির্মাণে যুক্ত থাকা এই নির্মাতার জন্য এটি ছিল এক অভিনব চ্যালেঞ্জ।
আদনান বলেন, “আমরা তো কখনোই ভাবিনি কান উৎসবে ছবিটি যাবে। স্বপ্নের মতো ব্যাপার। আমাদের কেবল একটা চলচ্চিত্র বানানোর ইচ্ছা ছিল। এরপর এক অভিনব ভাবনা মাথায় আসে। তখন মনে হয়েছিল—এই ভাবনা নিয়ে কাজ করি।”
‘আলী’-র এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু নির্মাতার নয়, গোটা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যই এক গর্বের মুহূর্ত।