ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের পুশইনের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে শতাধিক মানুষকে। সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে মোট ১৭২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। পরে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রবিবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়। এর মধ্যে বিয়ানীবাজারের শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন, এবং পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত ঘন জঙ্গল ও বিলের ভেতর দিয়ে এসব মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। তাদের শনাক্তকরণের কাজ চলছে।
এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে রোববার ভোরে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়।
আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। তাদের দাবি, তারা সবাই বাংলাদেশি এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। ছয়-সাত দিন আগে সেখান থেকে আটক করে পশ্চিমবঙ্গের বহরমপুর জেলে পাঠানো হয় তাদের। সেখান থেকে রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।