রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
মস্কোতে পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন ফিদান। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
এছাড়া রুশ প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান ভ্লাদিমির মেদিনস্কি, নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভসহ একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
সফরকালে ফিদান ও ল্যাভরভ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় করবেন। আলোচনায় থাকবে সিরিয়া, গাজা ও দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান সংকট।