সংযুক্ত আরব আমিরাতে মে মাসে তাপমাত্রা ছুঁয়েছে রেকর্ড! ২০০৯ সালের পর এবারই প্রথম দেশটিতে তাপমাত্রা পৌঁছেছে ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার (২৪ মে) রাজধানী আবুধাবির আল আইনে রেকর্ড করা হয় এই উচ্চতম তাপমাত্রা।
এনসিএম (ন্যাশনাল সেন্টার অব মেট্রিওরোলজি) জানিয়েছে, চলতি মাসে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫০ দশমিক ২ ডিগ্রি। ১৫ বছর পর সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেছে।
আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বিশেষ করে পূর্বাঞ্চলে মেঘের আভাস থাকবে বেশি।
এছাড়াও দিনভর ঝিরিঝিরি বাতাস বইতে পারে বলে জানানো হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।
Mytv Online