পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে মাঠে গড়ানোর আগেই এসেছে দুঃসংবাদ—ফাইনালের দিন বৃষ্টির আশঙ্কা।
বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে শিরোপা লড়াই। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ লাহোরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকতে পারে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে ম্যাচে বারবার বাধা দিতে পারে বৃষ্টি, এমনকি পুরো দিনটাই ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা।
এর আগের দিন থেকেই লাহোরের আবহাওয়া খারাপ। শনিবার বিকেল ৪টায় শহরের বিভিন্ন এলাকায় ধূলিঝড় ও ভারী বৃষ্টিপাত হয়েছে। যার প্রভাব আজকের ফাইনালেও পড়তে পারে।
বাংলাদেশি দর্শকদের জন্য আলাদা আগ্রহের কারণ—লাহোর দলে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার: সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন দেশের ভক্ত-সমর্থকেরা।
শিরোপাজয়ী দল পাবে ৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ২ লাখ ডলার, অর্থাৎ ২ কোটি ৪৩ লাখ টাকার মতো।
লাহোরের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি এবং কোয়েটাকে নেতৃত্ব দিচ্ছেন সৌদ শাকিল। আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে জমজমাট এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।