নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিন এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আইভী কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির ছিলেন।
জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, এই রিমান্ডের মাধ্যমে মিনারুলকে গুলি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যার ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হবে।
অন্যদিকে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে মিনারুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইভীকে এ মামলায় জড়ানো হয়েছে। এই মামলায় ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিনা হায়াৎ আইভীকে। এরপর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় মোট ৬টি মামলা রয়েছে।