আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক দাবি করেছেন—তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে গিয়ে শেখ হাসিনার পদত্যাগের জন্য তার ছোট বোন শেখ রেহানা পা ধরেছিলেন।
রোববার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের সামনে একটি লিখিত তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এই মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, “শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করেন। শেষে শেখ রেহানার অনুরোধে পদত্যাগে রাজি হন তিনি।”
তিনি আরও বলেন, “পদত্যাগের পর শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।”
এদিকে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
২৫ মে প্রধান কৌঁসুলির আবেদনের পর এই আদেশ দেওয়া হয়। ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ গঠনের পর ১৫ মে’র মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ থাকলেও কোনো জবাব না দেওয়ায়, ট্রাইব্যুনাল ২৫ মে হাজিরার নির্দেশ দেয়। কিন্তু তারা অনুপস্থিত থাকায় রেজিস্ট্রারকে দুইটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ জুন।
Mytv Online