প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেছেন বিভিন্ন ইসলামী দল ও রাজনৈতিক জোটের ৯ জন নেতা। এর আগে প্রথম দফার বৈঠক শেষে রোববার (২৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হয় এই বৈঠক।
দ্বিতীয় দফায় বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন—মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে যমুনা ভবনে প্রবেশ করে প্রথম দফার বৈঠকে অংশ নেন ১১ জন রাজনৈতিক নেতা। তারা হলেন—কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দুই দফার এ বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বারিধারায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, নিরপেক্ষ নির্বাচন ও সম্ভাব্য নির্বাচনকালীন সরকার গঠনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে শনিবার (২৪ মে) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের কার্যপরিধি ও করণীয় নির্ধারণে এগিয়ে যাচ্ছেন।