বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারও সংগঠন গোছানোর স্বার্থে নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। তবে সরকারের অভ্যন্তরে যদি আরেকটি সরকার থাকে, তাহলে তা কঠিন হয়ে পড়বে। এসময় তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।
জয়নুল ফারুক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনেক আগেই শেষ হলেও তারা এখনো দেশের বিভিন্ন সংকট থেকে উত্তরণের কোনো কার্যকর পথ দেখাতে পারেনি। তিনি হুঁশিয়ার করে বলেন, দেশের মানুষ অতীতে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, প্রয়োজনে ভবিষ্যতেও করবে।