বিএনপি তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার (২৬ মে) স্থায়ী কমিটির বৈঠক করেছে। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থায়ী কমিটির পক্ষ থেকেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, সংবাদ সম্মেলনে সচিবালয়ের কর্মচারীদের চলমান কর্মবিরতি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে উদ্ভূত জটিলতা—এ দুইটি বিষয় বিশেষভাবে আলোচিত হবে।