সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘সেভ ক্যানেল, সেভ সিটি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু হয়েছে। তবে অনেক খাল ইতোমধ্যে দখল ও দূষণে মৃতপ্রায়। শুভাঢ্যা খালের অবস্থা তুলে ধরে তিনি বলেন, এটি আর খাল নেই—এখন এটি প্লাস্টিকের খাল।
পরিবেশ উপদেষ্টা জানান, ঢাকার চারপাশের নদীগুলোর অবস্থাও খুব একটা ভালো না। বুড়িগঙ্গা, তুরাগ ও ধলেশ্বরী নদী মৃতপ্রায় অবস্থায় আছে। তুলনামূলকভাবে শীতলক্ষ্যার অবস্থা কিছুটা ভালো। তবে, তুরাগ নদীকে পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানান তিনি।
পলিথিনের ব্যবহার বন্ধ করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, “দেশের স্বার্থে যখন কোনো আইন করা হয়, তখন তা কার্যকর করতে সবার এগিয়ে আসা উচিত। নিজেদের স্বার্থেই প্লাস্টিক বর্জন করতে হবে।” তিনি জানান, সুপারশপগুলোতে ইতোমধ্যে পলিথিনমুক্ত বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে।