ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই বাল্টিক সাগরে বড় পরিসরে নৌ-মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) রুশ গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, মহড়ায় অংশ নিয়েছে অন্তত ২০টি যুদ্ধজাহাজ ও প্রায় তিন হাজার সেনা সদস্য। এছাড়া, আকাশপথে সমর্থন দিতে যুক্ত ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টারসহ মোট ২৫টি আকাশযান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনসহ শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হামলা প্রতিহত করার সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একইসাথে, মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করে আসছে রাশিয়া। শুধু এককভাবে নয়, বিভিন্ন সময় এসব মহড়ায় অংশ নিয়েছে চীন ও ইরানের মতো মিত্র দেশগুলোও।