গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তহীন অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আসা অস্ত্রের ৮০০তম বিমান চালান তাদের দেশে পৌঁছেছে। এর পাশাপাশি সমুদ্রপথে আরও ১৪০টি চালান পাঠানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব চালানে গোলাবারুদ, সাঁজোয়া যান, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম এবং চিকিৎসা উপকরণ রয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল ৯০ হাজার টনেরও বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে বলে জানিয়েছে তারা।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে এখনো চলছে তাদের ধ্বংসাত্মক সামরিক তৎপরতা। জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার যুদ্ধ থামিয়ে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানানো হলেও, ইসরায়েল সে সব উপেক্ষা করছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের টানা অস্ত্র সহায়তা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানকে আরও জোরালো করছে, যা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও গভীর করে তুলছে।