ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০৪:৪৭ অপরাহ্ন
একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের পারমাণবিক শক্তিধর হওয়ার ২৭ বছর
সবচেয়ে বিধ্বংসী ও ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র রয়েছে মাত্র ৯টি দেশের হাতে। এই অস্ত্র এতটাই ভয়াবহ যে, মুহূর্তের মধ্যে একটি গোটা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। শুধু তা-ই নয়, বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে মারাত্মক রেডিয়েশন, যা বছরের পর বছর মানুষ ও প্রাণিকুলের জীবনকে করে তোলে দুর্বিষহ।

১৯৪০-এর দশকে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পর একে একে রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এ ক্ষমতার মালিক হলেও কোনো মুসলিম দেশের নাম ছিল না এই তালিকায়। তবে সেই চিত্র বদলায় ১৯৯৮ সালের আজকের এই দিনে—প্রথম মুসলিম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাতারে নাম লেখায় পাকিস্তান।

এই যাত্রাপথ ছিল না একেবারেই সহজ। পদে পদে ছিল বাধা, ছিল অর্থনৈতিক টানাপড়েন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়। ১৯৭১ সালে ভারতের সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর থেকেই পাকিস্তান শুরু করে নিজেদের পারমাণবিক স্বপ্ন বুনতে। লক্ষ্য ছিল একটাই—ভবিষ্যতের যেকোনো আগ্রাসনের ভয় দূর করা।

এরপর বহু বছরের চেষ্টা, গবেষণা আর আন্তর্জাতিক চাপ মোকাবিলা করে পারমাণবিক অস্ত্র তৈরি করলেও পাকিস্তান তা পরীক্ষায় যায়নি। কারণ, যে কোনো পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসার শঙ্কা ছিল প্রবল।

তবে সেই হিসাব পাল্টে যায় ১৯৯৮ সালে। ভারতের পক্ষ থেকে ১১ মে পারমাণবিক পরীক্ষার মাধ্যমে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্টের চেষ্টার জবাব দিতে পাকিস্তান বাধ্য হয়। আর ঠিক ১৭ দিন পর, ২৮ মে পাকিস্তান চাগাই পাহাড়ে চালায় পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ—যা ইতিহাসে চাগাই-I নামে পরিচিত।

এই ঘটনার মধ্য দিয়ে পাকিস্তান শুধু বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশই নয়, বরং প্রথম মুসলিম পারমাণবিক রাষ্ট্র হিসেবে নাম লেখায় ইতিহাসে। এই দিনটিকে সরকারিভাবে ঘোষণা করা হয় ‘ইয়ুম-ই-তাকবীর’ নামে। প্রতিবছর ২৮ মে এই দিন স্মরণে নানা আয়োজন করা হয় দেশজুড়ে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, এই দিনটির তাৎপর্য নতুন প্রজন্মকে জানাতে এবং সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণে বিশেষ আলোচনার আয়োজন করা হয়। বক্তারা বলেন, ১৯৯৮ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার মাধ্যমে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ পরিবেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল, আর পাকিস্তানের জবাবেই ফের ভারসাম্য ফিরে আসে।

তবে, পারমাণবিক অস্ত্রের মালিকানার এই প্রতিযোগিতা বিশ্বের জন্য যেমন এক দৃষ্টান্ত, তেমনি এটি আনে শঙ্কাও। কারণ এই অস্ত্র একবার ব্যবহৃত হলে, তার প্রভাব থেমে থাকে না শুধু বিস্ফোরণের জায়গাতেই—ছড়িয়ে পড়ে আগামী বহু প্রজন্ম পর্যন্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত