ঢাকা , বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, বহনকারী বিমানের ২ কেবিন ক্রু বদল আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’র ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয় হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো
নির্মাতা রায়হান রাফী সবসময় চেষ্টা করেন তার সিনেমায় ভিন্নধর্মী কিছু তুলে ধরতে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমাটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু এই ভিন্নতা আনতে গিয়ে এবার চরম বিপাকে পড়েছেন তিনি।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের কাজ বাকি থাকলেও, সেই কাজ শেষ করতে রাজি ছিলেন না শাকিব খান।

এর কারণ একটাই—পরিচালকের পক্ষ থেকে না জানিয়ে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে আফরান নিশোকে যুক্ত করা। বিষয়টি জানার পর শাকিব খান কড়া অবস্থান নেন।

বলা হচ্ছে, শাকিব খানকে কিছু না জানিয়েই ‘তাণ্ডব’-এ আফরান নিশোর একটি অংশের শুটিং সম্পন্ন করা হয়। বিষয়টি জানার পরপরই ক্ষুব্ধ হন শাকিব। তিনি জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত পরিচালক প্রকাশ্যে নিশোর অংশ বাতিলের ঘোষণা না দেবেন, ততক্ষণ তিনি আর শুটিংয়ে অংশ নেবেন না।

গতকালও এই সিদ্ধান্তে অনড় ছিলেন ঢালিউডের ‘নবাব’। শুটিং সেটে হাজির হননি।

তবে শেষ পর্যন্ত বরফ গলেছে। রায়হান রাফীর ব্যাখ্যায় মন গলেছে শাকিব খানের। পরিচালক তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, নিশোর দৃশ্যটি মূলত তার পরবর্তী সিনেমার একটি চরিত্র—যে চরিত্রটি ‘তাণ্ডব’-এ খুব দূর থেকে হেঁটে যাবে মাত্র।

একদিন বিরতি দিয়ে আজ ফের শুটিংয়ে ফিরেছেন শাকিব খান।

এর পেছনে আরেকটি পুরনো টানাপোড়েনের গল্পও রয়েছে। শোনা যায়, আফরান নিশো যখন তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, সে সময় শাকিব খানকে ঘিরে একটি মন্তব্য করেছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। যদিও সে সময় পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি শাকিব।

তবে সেই ঘটনার দুই বছর পর এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন নিশো নিজেই। সেখানে তিনি বলেন, “সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।”

মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিশো নিজেই।

এদিকে ‘তাণ্ডব’ নির্মিত হচ্ছে ভারতীয় এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায়। সিনেমার গল্প এগোবে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে।

কমেন্ট বক্স
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার