ঢাকা , শুক্রবার, ৩০ মে ২০২৫ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মাগুরার ফুল’ মুক্তি পেলো পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসামে সরকারি স্কুলের শিক্ষককে বাংলাদেশে পুশ ইন করল ভারত উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি স্থগিত করলেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা ২ জুন চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র ‘হাসিনা যতদিন ভারতে আশ্রিত থাকবে, ততদিন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না’ জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার ভারী বৃষ্টিপাত-ভূমিধসের ঝুঁকি, ভারতের ৩ রাজ্যে রেড অ্যালার্ট জারি কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী মেজর সিনহা হত্যা মামলা : হাইকোর্টের রায় ২ জুন নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে পানিবন্দি ৪ শতাধিক পরিবার ঢাবিতে বামপন্থিদের উত্তপ্ত স্লোগানে শিবিরের উদ্বেগ প্রধান উপদেষ্টা ফিরলে ভালো খবর পাওয়ার আশায় সচিবালয়ের কর্মচারীরা জামায়াত-শিবিরের ‘মুনাফেকি চরিত্র’ মানুষ প্রত্যাখ্যান করেছে: যুবদল সভাপতি আগামী পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের ইয়েমেনের সানা বিমানবন্দরে ফের ইসরায়েলি হামলা পরমাণু আলোচনার মাঝে ইরানে হামলা করা ঠিক হবে না: ট্রাম্প নিম্নচাপ পরিণত হতে পারে ‘গভীর নিম্নচাপে’; এমন বৃষ্টি ঝরতে পারে দু’দিন

অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো
নির্মাতা রায়হান রাফী সবসময় চেষ্টা করেন তার সিনেমায় ভিন্নধর্মী কিছু তুলে ধরতে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমাটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু এই ভিন্নতা আনতে গিয়ে এবার চরম বিপাকে পড়েছেন তিনি।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের কাজ বাকি থাকলেও, সেই কাজ শেষ করতে রাজি ছিলেন না শাকিব খান।

এর কারণ একটাই—পরিচালকের পক্ষ থেকে না জানিয়ে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে আফরান নিশোকে যুক্ত করা। বিষয়টি জানার পর শাকিব খান কড়া অবস্থান নেন।

বলা হচ্ছে, শাকিব খানকে কিছু না জানিয়েই ‘তাণ্ডব’-এ আফরান নিশোর একটি অংশের শুটিং সম্পন্ন করা হয়। বিষয়টি জানার পরপরই ক্ষুব্ধ হন শাকিব। তিনি জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত পরিচালক প্রকাশ্যে নিশোর অংশ বাতিলের ঘোষণা না দেবেন, ততক্ষণ তিনি আর শুটিংয়ে অংশ নেবেন না।

গতকালও এই সিদ্ধান্তে অনড় ছিলেন ঢালিউডের ‘নবাব’। শুটিং সেটে হাজির হননি।

তবে শেষ পর্যন্ত বরফ গলেছে। রায়হান রাফীর ব্যাখ্যায় মন গলেছে শাকিব খানের। পরিচালক তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, নিশোর দৃশ্যটি মূলত তার পরবর্তী সিনেমার একটি চরিত্র—যে চরিত্রটি ‘তাণ্ডব’-এ খুব দূর থেকে হেঁটে যাবে মাত্র।

একদিন বিরতি দিয়ে আজ ফের শুটিংয়ে ফিরেছেন শাকিব খান।

এর পেছনে আরেকটি পুরনো টানাপোড়েনের গল্পও রয়েছে। শোনা যায়, আফরান নিশো যখন তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, সে সময় শাকিব খানকে ঘিরে একটি মন্তব্য করেছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। যদিও সে সময় পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি শাকিব।

তবে সেই ঘটনার দুই বছর পর এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন নিশো নিজেই। সেখানে তিনি বলেন, “সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।”

মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিশো নিজেই।

এদিকে ‘তাণ্ডব’ নির্মিত হচ্ছে ভারতীয় এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায়। সিনেমার গল্প এগোবে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মাগুরার ফুল’ মুক্তি পেলো

মাহবুবুল খালিদের কথা ও সুরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘মাগুরার ফুল’ মুক্তি পেলো