ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:১৫:২৭ অপরাহ্ন
অবশেষে মন গললো শাকিবের, তাণ্ডবে থাকছেন নিশো
নির্মাতা রায়হান রাফী সবসময় চেষ্টা করেন তার সিনেমায় ভিন্নধর্মী কিছু তুলে ধরতে। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমাটিও এর ব্যতিক্রম নয়। কিন্তু এই ভিন্নতা আনতে গিয়ে এবার চরম বিপাকে পড়েছেন তিনি।

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছু অংশের কাজ বাকি থাকলেও, সেই কাজ শেষ করতে রাজি ছিলেন না শাকিব খান।

এর কারণ একটাই—পরিচালকের পক্ষ থেকে না জানিয়ে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে আফরান নিশোকে যুক্ত করা। বিষয়টি জানার পর শাকিব খান কড়া অবস্থান নেন।

বলা হচ্ছে, শাকিব খানকে কিছু না জানিয়েই ‘তাণ্ডব’-এ আফরান নিশোর একটি অংশের শুটিং সম্পন্ন করা হয়। বিষয়টি জানার পরপরই ক্ষুব্ধ হন শাকিব। তিনি জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত পরিচালক প্রকাশ্যে নিশোর অংশ বাতিলের ঘোষণা না দেবেন, ততক্ষণ তিনি আর শুটিংয়ে অংশ নেবেন না।

গতকালও এই সিদ্ধান্তে অনড় ছিলেন ঢালিউডের ‘নবাব’। শুটিং সেটে হাজির হননি।

তবে শেষ পর্যন্ত বরফ গলেছে। রায়হান রাফীর ব্যাখ্যায় মন গলেছে শাকিব খানের। পরিচালক তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, নিশোর দৃশ্যটি মূলত তার পরবর্তী সিনেমার একটি চরিত্র—যে চরিত্রটি ‘তাণ্ডব’-এ খুব দূর থেকে হেঁটে যাবে মাত্র।

একদিন বিরতি দিয়ে আজ ফের শুটিংয়ে ফিরেছেন শাকিব খান।

এর পেছনে আরেকটি পুরনো টানাপোড়েনের গল্পও রয়েছে। শোনা যায়, আফরান নিশো যখন তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন, সে সময় শাকিব খানকে ঘিরে একটি মন্তব্য করেছিলেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। যদিও সে সময় পুরো বিষয়টি নিয়ে মুখ খোলেননি শাকিব।

তবে সেই ঘটনার দুই বছর পর এক ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন নিশো নিজেই। সেখানে তিনি বলেন, “সে সময় যেটা ঘটেছিল, সেটা একটা ভুল বোঝাবুঝি। এইটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলব, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না।”

মূলত শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন নিশো নিজেই।

এদিকে ‘তাণ্ডব’ নির্মিত হচ্ছে ভারতীয় এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায়। সিনেমার গল্প এগোবে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম