বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (২৮ মে) দুপুর ২টায় শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে নয়াপল্টনে।
সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীসহ সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মিছিল, ঢোল, বাদ্য বাজিয়ে নয়াপল্টন মুখর করে তোলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা পরিণত হয় জনসমুদ্রে। হাতে দলীয় পতাকা, মাথায় ব্যান্ড, গলায় ফেস্টুন—অনেকেই মিছিল আর স্লোগানে স্লোগানে যোগ করেন উৎসবের আবহ।
সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার দিকে তার বক্তব্যের সময় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় নতুন উদ্দীপনা।
আয়োজনে নেতৃত্ব দিচ্ছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
নেতারা বলছেন, দেশের তরুণরা এখন মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত, রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত। সেই অবস্থার প্রতিবাদেই তারা আজ রাজপথে।
সমাবেশ ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যানজট এড়াতে এলাকায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যান চলাচল।