জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অবশেষে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৮ মে) দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে তিন বছরের কারাদণ্ডের রায় বাতিল করে আপিল মঞ্জুর করেন আদালত।
এর আগে, ২৬ মে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন (২৮ মে) নির্ধারণ করেছিলেন আদালত।
আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আসিফ হাসান। আর আপিলকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল এবং জাকির হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।
দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় উচ্চ আদালতের রায়ে স্বস্তিতে বিএনপির শীর্ষ নেতারা।