ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:০৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:০৫:৪৭ অপরাহ্ন
কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী
কান চলচ্চিত্র উৎসব মানেই নতুন ট্রেন্ড, ফ্যাশন ও সিনেমার মেলবন্ধন। তবে কিছু তারকার জন্য এই উৎসব বরাবরই হয়ে ওঠে বিতর্কের মঞ্চ। এ তালিকায় দক্ষিণী অভিনেত্রী উর্বশী রাউতেলার নাম বহুদিন ধরেই পরিচিত। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। বরং, নেটিজেনদের ভাষায়, যেন নিজ ও দেশের সম্মান দুটোই প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।

উৎসবের প্রথম দিন থেকেই আলোচনায় ছিলেন উর্বশী। হাতে ছিল বহু মূল্যবান কাকাতুয়া ব্যাগ—যা দেখে অনেকেই চোখ কপালে তুলেছিলেন। দ্বিতীয় দিন লাল গালিচায় উপস্থিত হন ছেঁড়া ডিজাইনের পোশাকে। তৃতীয় দিন তিনি আরও একধাপ এগিয়ে যান। ব্রা-আকৃতির ব্যাগ হাতে নিয়ে ফ্রেমে আসেন, তাও আবার ক্যামেরার সামনে দীর্ঘক্ষণ পোজ দিয়ে পশ্চিমা তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।

পোশাক ও ব্যাগের বাহার নিয়েই থেমে থাকেননি উর্বশী। কখনও ‘ওরি’র সঙ্গে ভিডিও পোস্ট, আবার কখনও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে নিজেকে তুলনা করে কটাক্ষের মুখে পড়েছেন। তবে সবচেয়ে চমকপ্রদ ছিল লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে তার 'টাইটানিক মুহূর্ত'।

গত বৃহস্পতিবার হলিউড সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে দুটি সেলফি পোস্ট করেন উর্বশী। একটিতে লিওকে দেখা যায় থামস আপ দিতে। আর সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন,
"যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও তোমায় কানের রানী বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটা হল টাইটানিক কমপ্লিমেন্ট।"

এই মন্তব্যের পরপরই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। অনেকেই মনে করছেন, উর্বশীর দাবি পুরোপুরি সাজানো। কেউ কেউ ছবিকে ‘সেলফি অপারচুনিটি’ বলেও ব্যঙ্গ করেছেন।

একজন লিখেছেন, “এই কথা তো শুধু উর্বশীই বলতে পারেন।” আরেকজন মন্তব্য করেন, “উনি তো আপনার বাবার বয়সী, আপু।”

তবে এসব সমালোচনায় একটুও ভ্রুক্ষেপ নেই উর্বশীর। বিতর্ককে সঙ্গী করেই বরাবরের মতো কানের লাল গালিচায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী।

কমেন্ট বক্স