ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয় যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১ ২৭ দিনেই এলো ২৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ জামায়াত আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ঐকমত্য কমিশনের বৈঠক: ওয়াকআউটের পর আবারো যোগ দিলো বিএনপি স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে

জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:১৮:০৭ অপরাহ্ন
জাপানে মাহাথির মোহাম্মদকে জন্ম শতবার্ষিকীর আগাম শুভেচ্ছা প্রধান উপদেষ্টার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১০ জুলাই মাহাথির মোহাম্মদ ১০০ বছরে পদার্পণ করবেন।

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনের সাইডলাইনে ইম্পেরিয়াল হোটেলে এক ঘনিষ্ঠ বৈঠকে দুই নেতার দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতিচারণ করা হয়। সেখানে ইউনূস বলেন, “আপনাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাই।”

প্রসঙ্গত, মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ৪০ মিনিট স্থায়ী ওই বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসিয়ান (ASEAN) সদস্যপদ লাভের আগ্রহ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ইউনূস বলেন, “আমরা আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাই।” তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যেই আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য আবেদন করেছে।

এছাড়াও তিনি মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের গুরুত্ব তুলে ধরেন। “বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম পরিচিত। কারণ, বহু মানুষ জীবিকার সন্ধানে সেখানে যান,” বলেন অধ্যাপক ইউনূস।

জবাবে মাহাথির মোহাম্মদ বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা শুরু করেছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি তার দেশের ‘লুক ইস্ট’ নীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, “এই নীতির মাধ্যমে মালয়েশিয়া উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। বাংলাদেশও চাইলে এ ধরনের নীতি গ্রহণ করতে পারে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে মাহাথির মোহাম্মদের সহযোগিতা কামনা করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মাহাথির জানান, তার ওপর চিকিৎসকদের কিছু ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে, তবে শারীরিক অনুমতি পেলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন।

কমেন্ট বক্স
গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব

গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব