ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে "অনুপ্রবেশকারী বাংলাদেশিদের" বের করে দেওয়া হবে। তিনি বলেন, এই অনুপ্রবেশকারীরা স্থানীয় নারীদের বিয়ে করে আদিবাসী জমির অধিকার পেতে চাইলেও বিজেপি তা রুখে দেবে এবং তাদের সন্তানদেরও আদিবাসী অধিকার দেওয়া হবে না।
নাড্ডা অভিযোগ করেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জেএমএম) ও কংগ্রেসের জোট সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এবং বেকার ভাতা, সরকারি চাকরি ও নারীদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণেও ব্যর্থ হয়েছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ড সরকারকে কড়া সমালোচনা করেন এবং কংগ্রেস-জেএমএম জোট সরকারকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে জনগণের প্রতি এই সরকারকে সরানোর আহ্বান জানান।
ঝাড়খণ্ডের ৮১ আসনের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ দুই দফায় আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে ২৩ নভেম্বর।
Mytv Online