ব্যাংককের এক থানা থেকে গ্রেফতার করা হয়েছে এক আমেরিকান শর্ট হেয়ার জাতের বিড়ালকে! শহরের রাস্তায় ঘুরে বেড়ানো এই পথভ্রষ্ট বিড়ালকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এক পুলিশ কর্মকর্তা। কিন্তু থানায় প্রবেশ করতেই শুরু হয় নাটকীয় পরিস্থিতি।
থানায় পৌঁছে হঠাৎই বদলে যায় বিড়ালটির আচরণ। পুলিশ সদস্যদের ওপর আচমকা হামলা চালায় সেটি। কামড়ে আহত হন একাধিক পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সিদ্ধান্ত নেয় "আটকের"। এরপরই বিড়ালটির একটি মাগশট (গ্রেফতারের ছবি) তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দেয় থানার কর্মকর্তারা।
ছবির ক্যাপশনে লেখা হয়, “এই হামলাকারীকে তার মালিক জামিনে না ছাড়ালে তাকে হাজতে রাখা হবে।” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। অনেকেই আগ্রহ দেখান বিড়ালটিকে দত্তক নিতে। অনেকে আবার ‘নুব ট্যাং’-এর আইনগত সহায়তার প্রস্তাবও দেন।
শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যায় বিড়ালের মালিককে। জানা যায়, বিড়ালটির নাম ‘নুব ট্যাং’, যার অর্থ ‘টাকা গণনা’। মালিক জানান, বিড়ালটি কারও ক্ষতি করার উদ্দেশ্যে আচরণ করেনি, ক্ষুধার কারণে একটু বেপরোয়া হয়ে উঠেছিল।
একটি মুচলেকা নিয়ে শেষ পর্যন্ত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় ‘নুব ট্যাং’-কে। তবে এই ঘটনার মজার দিকটি সবাই উপভোগ করেছে, আর ব্যাংকক পুলিশও এমন “বিপজ্জনক অভিযুক্ত” সামাল দিতে পেরে বেশ খুশি।
Mytv Online