‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’—ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ মে) এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন, তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল। জামায়াতের মতে, বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জাতীয় নির্বাচন কবে হবে, সে সিদ্ধান্ত একমাত্র বাংলাদেশ সরকার ও জনগণের অধিকার।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মুখপাত্রের মন্তব্য জাতিসংঘ ঘোষিত সনদেরও লঙ্ঘন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ভবিষ্যতে যেন আন্তর্জাতিক কূটনৈতিক নীতিমালা ও জাতিসংঘ সনদ মেনে চলা হয়, সে বিষয়ে ভারত সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।
একইসঙ্গে এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য দেশের অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
Mytv Online