ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ বাউফলে বিদ্যুৎ বিভ্রাট: গরমে হাসপাতালের রোগীদের কষ্ট চরমে সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে এখনই ফাইনাল খেলার স্বপ্ন নয়, চার বা পাঁচে থাকলে ভালো: শান্ত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ড. ইউনূসের বার্তা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে এম সাখাওয়াতের বৈঠক ভারতে বিমান বিধ্বস্ত: বিদেশি আরোহী ছিলেন ৬১ জন বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির ‘প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকে নির্বাচন ও সংস্কার বিষয় গুরুত্ব পাবে’ মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয় গাজার সেই শিশুটিকে নেয়া হলো ইতালিতে মেঘনায় নাজমুল হাসানের ঈদের শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ইরাকে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত দু’তিন দিনে কমবে না তাপমাত্রা, রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া, সহিংসতায় নিহত ৩ উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে: কিম জং উন মেঘলা আকাশে ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব-অপু, উসকে দিল চলমান গুঞ্জন স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র, সিঙ্গাপুর বধে হামজা-জামালদের সমর্থনে ভক্তরা

জোলির সঙ্গে বিচ্ছেদ, ৮ বছর পর নীরবতা ভাঙলেন ব্র্যাড পিট

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০২:২২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০২:২২:৪২ অপরাহ্ন
জোলির সঙ্গে বিচ্ছেদ, ৮ বছর পর নীরবতা ভাঙলেন ব্র্যাড পিট
একসময় হলিউডের ‘ড্রিম কাপল’ হিসেবে খ্যাত ছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাঁদের একসঙ্গে ডাকা হতো ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে—যেন এক নামেই দুটি জীবনের প্রতিচ্ছবি। কিন্তু সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে ২০১৬ সালে, যখন জোলি বিচ্ছেদের আবেদন করেন। বহু ভক্তের কাছে তা ছিল এক অবিশ্বাস্য ধাক্কা।

বিচ্ছেদের প্রায় আট বছর পর অবশেষে এই সম্পর্ক ভাঙনের বিষয়ে মুখ খুলেছেন ব্র্যাড পিট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া বক্তব্যে তিনি জানান, “বিচ্ছেদটা মানসিকভাবে কঠিন ছিল, তবে শেষ পর্যন্ত সেটি কেবলই এক ধরনের আইনি আনুষ্ঠানিকতা ছিল। খুব আলাদা কিছু মনে হয়নি—শুধু একটা অধ্যায়ের শেষ।”

ব্র্যাড পিট আরও বলেন, “আমার ব্যক্তিগত জীবন সব সময় সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রে থেকেছে। এটা সহজ ছিল না, বরং অনেক সময় অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছিল।”

২০২৩ সালের ডিসেম্বরে দীর্ঘ আট বছরের আইনি প্রক্রিয়া শেষ হয়। জোলির আইনজীবীদের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, “এই পুরো সময়ে জোলি ও তাঁর সন্তানরা চরম মানসিক চাপে ছিলেন। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ায় তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছেন।”

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ নক্স ও ভিভিয়েন। বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক অনেকটাই জটিল হয়ে পড়ে। এমনকি গুঞ্জন রয়েছে, কয়েকজন সন্তান তাঁদের পদবি থেকে 'পিট' নামটি বাদও দিয়েছেন।

তবে এসব ঝড় পেরিয়ে এখন অনেকটাই স্থিরতায় ফিরেছেন ব্র্যাড পিট। তাঁর জীবনে নতুন করে এসেছেন গয়না ডিজাইনার ইনেস ডি র‍্যামন। এই সম্পর্ক নিয়ে ব্র্যাড বলেন, “ইনেসের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। ওর সঙ্গে সময় কাটানো আমাকে অনেক মানসিক শান্তি দেয়।” দুজনই চান, সম্পর্কটি ব্যক্তিগতভাবেই গড়ে উঠুক—মিডিয়ার আলোচনার বাইরে।

পেশাগত দিক থেকেও বেশ সক্রিয় ব্র্যাড পিট। চলতি বছর মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা এফওয়ান, যেখানে তাঁকে দেখা যাবে একজন রেসিং ড্রাইভারের চরিত্রে। আশির দশকের পটভূমিতে নির্মিত এই স্পোর্টস ড্রামা মুক্তি পাবে আগামী ২৫ জুন। এর পাশাপাশি, ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে তাঁর আরেকটি অ্যাকশন অ্যাডভেঞ্চারধর্মী ছবি হার্ট অফ দা বিস্ট।

সবকিছু মিলিয়ে, অতীতের গাঢ় ছায়া পেছনে ফেলে ব্র্যাড পিট এখন এগিয়ে যাচ্ছেন এক নতুন জীবনের পথে—যেখানে আছে স্থিরতা, পরিপক্বতা ও আত্মবিশ্বাস।

কমেন্ট বক্স
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ