ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা সাত পাকে সাত বীরশ্রেষ্ঠকে নীরব শ্রদ্ধা বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর ভয়ংকর অতীত জানাল পুলিশ আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের খালি পেটে ফল খাওয়া কি ক্ষতিকর? মেহেরপুরে বেপরোয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০২:৩৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০২:৩৫:৪৯ অপরাহ্ন
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
উপদেষ্টা পরিষদে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে।

সোমবার (২ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এদিন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। এই বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনে বিকেল ৩টায় সরাসরি বাজেট ঘোষণা করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বাজেটে রাজস্ব আদায় বৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাধীনতার পর এই প্রথমবারের মতো একটি অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের বছরের চেয়ে আকারে ছোট হতে যাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি এবং দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হবে।

ঘোষিত বাজেট সংক্রান্ত সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল অর্থ মন্ত্রণালয়ের (www.mof.gov.bd) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (www.nbr.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে budgetfeedback@finance.gov.bd-এ ই-মেইল করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠাতে পারবেন।

নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মেটাতে ১ লাখ ২১ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে নেওয়া হতে পারে ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

নতুন অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হতে পারে ৫ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে আনার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দ্রুত বিচার আইনের দুই মামলায়  বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি

দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি