ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সিঙ্গাপুরের বৈঠকেও মুখোমুখি ভারত-পাকিস্তানের জেনারেলরা, পরোক্ষ হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৪:৫৯ অপরাহ্ন
সিঙ্গাপুরের বৈঠকেও মুখোমুখি ভারত-পাকিস্তানের জেনারেলরা, পরোক্ষ হুঁশিয়ারি
সিঙ্গাপুরে চলমান শাংরি-লা সংলাপে এক মঞ্চে মুখোমুখি অবস্থানে দাঁড়ালেন দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা—দুজনেই পরোক্ষভাবে একে অপরকে হুঁশিয়ারি দিলেন।

শুক্রবার সংলাপের এক আলোচনায় তারা অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল প্রতিরক্ষা প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা সংকট ব্যবস্থাপনা।

এসময় জেনারেল চৌহান বলেন, ভারত সন্ত্রাসের বিরুদ্ধে এক নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে। ‘অপারেশন সিন্দুর’র মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে, এখন আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, পাকিস্তান থেকে পরিচালিত ছায়াযুদ্ধে দুই দশকের বেশি সময় ধরে বহু ভারতীয় প্রাণ হারিয়েছেন। এবার এর চূড়ান্ত পরিণতি দেখতে চায় ভারত।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে। যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে।

পাল্টা বক্তব্যে জেনারেল মির্জা বলেন, এখন সময় হয়েছে বিরোধ নিষ্পত্তির পথে এগোনোর। কাশ্মির সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা সম্ভব নয়।

তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মিরি জনগণের মতামতের ভিত্তিতেই সমাধান আসা উচিত। পাশাপাশি ভারতের বর্তমান নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ভারত সংঘর্ষ ব্যবস্থাপনার সুযোগটুকুও দিচ্ছে না, যার ফলে বড় বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাচ্ছে।

মির্জা সতর্ক করেন, যদি আলোচনার পথ না খোলা হয়, তবে ভবিষ্যতে নতুন নতুন সংকট অবশ্যম্ভাবী।

তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ভারতকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে তুলে ধরছে, যার সুযোগ নিয়ে ভারত আঞ্চলিক ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইছে।

উল্লেখ্য, ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত চলা শাংরি-লা সংলাপে এবারও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নিয়েছেন। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সংলাপ নতুন মাত্রা পেয়েছে।

কমেন্ট বক্স