ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন
মে-জুন মাস যেন বিদায়ের বার্তা নিয়েই হাজির হয়েছে ক্রিকেট ভক্তদের জন্য। মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর জুনের শুরুতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন।

সোমবার (২২ জুন) ইন্সটাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৩ বছর বয়সী ক্লাসেন। তবে বাকি তারকাদের মতো নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়—সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন এই মারকুটে ব্যাটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ক্লাসেন লেখেন, “আজকের দিনটা আমার জন্য কষ্টের। দীর্ঘদিন চিন্তা করে, অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার এবং আমার পরিবারের জন্যই সবচেয়ে ভালো হবে বলে মনে করি।”

তিনি আরও যোগ করেন, “এখন আমি পরিবারকে সময় দিতে চাই। আশা করি, এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগ দেবে।”

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্লাসেন। বিদায়ী বার্তায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি।

এর আগেই, চলতি বছরের জানুয়ারিতে লাল বলের ক্রিকেট (টেস্ট) থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। চারটি টেস্ট খেলেছিলেন তিনি, যদিও সেখানে বলার মতো সাফল্য পাননি।

তবে সাদা বলের ক্রিকেটে ছিলেন দারুণ কার্যকর। ৬০টি ওয়ানডেতে ৪৩.৬৯ গড়ে করেছেন ২১৪১ রান, যার মধ্যে রয়েছে ক্যারিয়ারসেরা ১৭৪ রানের ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটেও ১৪১.৮৪ স্ট্রাইক রেটে করেছেন ১০০০ রান, সর্বোচ্চ ৮১ রান।

ক্রিকেটকে বিদায় বললেও, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্লাসেনের ব্যাট গর্জে ওঠার অপেক্ষায় থাকবে তার ভক্তরা।

কমেন্ট বক্স