ঢাকা , সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’ গোলযোগের করণে এবার মাঝ আকাশ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ অর্থপাচারের অভিযোগে দুদকের জালে স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনা মির্জা ফখরুলের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের মে মাসে বিজিবির অভিযানে ১৩৩ কোটি টাকার চোরাচালান জব্দ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা চোখের বদলে চোখ, তেহরানবাসীর ক্ষোভ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি

শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’
ফেসবুক খুলে হঠাৎ চোখে পড়ে তিনটি ছবি—ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বিমানের আসনে পাশাপাশি বসা, পরপর তিনটি সেলফি। ছবিতে হাসিমুখ মিষ্টির, পাশে গম্ভীর শাকিব।

ক্যাপশনে মাত্র দুটি শব্দ—‘লাভ লাভ’।

আর তাতেই যেন আগুনে ঘি। মুহূর্তেই ভাইরাল। রাত না পোহাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তিনটি নিয়ে শুরু হয়ে যায় নানা ব্যাখ্যা, বিশ্লেষণ, মিম, ট্রল।

বিষয়টা হালকা নয়। কারণ, এই মিষ্টি জান্নাতকে ঘিরেই বছরখানেক আগেও গুঞ্জন উঠেছিল—শাকিব খান আবার বিয়ে করছেন, পাত্রী একজন ডাক্তার, আবার তিনি নায়িকাও! সেসময় অনেকেই মিষ্টিকেই সেই ‘রহস্যময়ী’ ভেবেছিলেন।

কারণ একটাই—চিকিৎসা পেশার পাশাপাশি অভিনয়েও সরব মিষ্টি জান্নাত। তখন গণমাধ্যমে বারবার মুখ খুললেও কখনো সরাসরি কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, “সময়ই সব বলবে।” আর এই ‘সময়’ হয়তো অনেকের কাছেই এসে হাজির হয়েছে মধ্যরাতে, ফেসবুকের নিউজফিডে।

ছবিগুলোর ভেতরের গল্প জানার জন্য সকাল থেকেই যোগাযোগের চেষ্টা চলে মিষ্টি জান্নাতের সঙ্গে। ফোন করা হলে একাধিকবার কেটে দেন, মেসেজেও সাড়া নেই। মুখে কুলুপ আঁটা।

তবে শাকিব খান এখনও মুখ না খুললেও ‘তাণ্ডব’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শাকিব খান তার টিম নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন, ‘তাণ্ডব’-এর ডাবিং শেষে। একই ফ্লাইটে ছিলেন মিষ্টি জান্নাতও। বিমানে শাকিবকে দেখে নিজ থেকেই এগিয়ে যান, তুলেন ছবিগুলো। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃষ্টি করেন ‘লাভ লাভ’ রহস্য।

তবে এই আচরণ ভালোভাবে নেয়নি শাকিব ভক্তরা। অনেকেই বলছেন, “একই নাটক তো আগেও দেখেছি। আবার সেই স্টান্টবাজি।”

শুধু ভক্ত নয়, সিনেমাপ্রেমী সাধারণ দর্শকরাও প্রশ্ন তুলেছেন—শাকিব খানের মতো একজন প্রতিষ্ঠিত তারকার পাশে এমন ঘনিষ্ঠ ছবি প্রকাশ করার পেছনে উদ্দেশ্যটা কী? নিছক সেলফি, না নতুন কোনো স্ক্রিপ্টের শুরু?

সব প্রশ্নের উত্তর এখনো অধরা। মিষ্টি জান্নাত এখনো নীরব। আর শাকিব খানও, অভ্যস্ত ভঙ্গিতে, পুরো ঘটনার বাইরে।

তবে আলোচনার ঢেউ থামার কোনো লক্ষণ নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’

‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’