ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’
ফেসবুক খুলে হঠাৎ চোখে পড়ে তিনটি ছবি—ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বিমানের আসনে পাশাপাশি বসা, পরপর তিনটি সেলফি। ছবিতে হাসিমুখ মিষ্টির, পাশে গম্ভীর শাকিব।

ক্যাপশনে মাত্র দুটি শব্দ—‘লাভ লাভ’।

আর তাতেই যেন আগুনে ঘি। মুহূর্তেই ভাইরাল। রাত না পোহাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তিনটি নিয়ে শুরু হয়ে যায় নানা ব্যাখ্যা, বিশ্লেষণ, মিম, ট্রল।

বিষয়টা হালকা নয়। কারণ, এই মিষ্টি জান্নাতকে ঘিরেই বছরখানেক আগেও গুঞ্জন উঠেছিল—শাকিব খান আবার বিয়ে করছেন, পাত্রী একজন ডাক্তার, আবার তিনি নায়িকাও! সেসময় অনেকেই মিষ্টিকেই সেই ‘রহস্যময়ী’ ভেবেছিলেন।

কারণ একটাই—চিকিৎসা পেশার পাশাপাশি অভিনয়েও সরব মিষ্টি জান্নাত। তখন গণমাধ্যমে বারবার মুখ খুললেও কখনো সরাসরি কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, “সময়ই সব বলবে।” আর এই ‘সময়’ হয়তো অনেকের কাছেই এসে হাজির হয়েছে মধ্যরাতে, ফেসবুকের নিউজফিডে।

ছবিগুলোর ভেতরের গল্প জানার জন্য সকাল থেকেই যোগাযোগের চেষ্টা চলে মিষ্টি জান্নাতের সঙ্গে। ফোন করা হলে একাধিকবার কেটে দেন, মেসেজেও সাড়া নেই। মুখে কুলুপ আঁটা।

তবে শাকিব খান এখনও মুখ না খুললেও ‘তাণ্ডব’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শাকিব খান তার টিম নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন, ‘তাণ্ডব’-এর ডাবিং শেষে। একই ফ্লাইটে ছিলেন মিষ্টি জান্নাতও। বিমানে শাকিবকে দেখে নিজ থেকেই এগিয়ে যান, তুলেন ছবিগুলো। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃষ্টি করেন ‘লাভ লাভ’ রহস্য।

তবে এই আচরণ ভালোভাবে নেয়নি শাকিব ভক্তরা। অনেকেই বলছেন, “একই নাটক তো আগেও দেখেছি। আবার সেই স্টান্টবাজি।”

শুধু ভক্ত নয়, সিনেমাপ্রেমী সাধারণ দর্শকরাও প্রশ্ন তুলেছেন—শাকিব খানের মতো একজন প্রতিষ্ঠিত তারকার পাশে এমন ঘনিষ্ঠ ছবি প্রকাশ করার পেছনে উদ্দেশ্যটা কী? নিছক সেলফি, না নতুন কোনো স্ক্রিপ্টের শুরু?

সব প্রশ্নের উত্তর এখনো অধরা। মিষ্টি জান্নাত এখনো নীরব। আর শাকিব খানও, অভ্যস্ত ভঙ্গিতে, পুরো ঘটনার বাইরে।

তবে আলোচনার ঢেউ থামার কোনো লক্ষণ নেই।

কমেন্ট বক্স