ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

প্যারিসে গ্রেভিন মিউজিয়াম থেকে ম্যাকরনের মূর্তি সরিয়ে রাশিয়ার দূতাবাসে রেখে প্রতিবাদ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১১:৫৭ অপরাহ্ন
প্যারিসে গ্রেভিন মিউজিয়াম থেকে ম্যাকরনের মূর্তি সরিয়ে রাশিয়ার দূতাবাসে রেখে প্রতিবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের মোমের মূর্তি প্যারিসের বিখ্যাত গ্রেভিন মিউজিয়াম থেকে সরিয়ে এনে রাশিয়ার দূতাবাসের সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে গ্রিনপিস। সোমবার (৩ জুন) পরিবেশবাদী এই সংগঠনের তিন কর্মী এই কর্মসূচি চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানা গেছে।

প্রতিবাদের মাধ্যমে গ্রিনপিস ফ্রান্সের রাশিয়ার সঙ্গে চলমান ব্যবসায়িক সম্পর্ক এবং জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের দুর্বল অবস্থানের বিরুদ্ধে বার্তা দিতে চায়।

এক বিবৃতিতে গ্রিনপিস জানায়, "ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন রাশিয়ার সাথে ফ্রান্সের সব ধরনের বাণিজ্যিক চুক্তি বাতিল এবং ইউরোপজুড়ে সাহসী ও টেকসই পরিবেশগত রূপান্তর নিশ্চিত না করা পর্যন্ত তিনি গ্রেভিন মিউজিয়ামের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মূর্তি স্থাপনের যোগ্য নন।"

ঘটনার পরপরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্রেভিন মিউজিয়ামও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

গ্রিনপিসের এক মুখপাত্র জানান, কর্মীরা সাধারণ দর্শনার্থীর বেশে মিউজিয়ামে প্রবেশ করে পরিকল্পিতভাবে ম্যাকরনের মূর্তিটি সরিয়ে নেয়। বাইরে অপেক্ষমাণ অন্য কর্মীদের একটি গাড়িতে করে মূর্তিটি দ্রুত স্থানান্তর করা হয়। পুরো অভিযানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

গ্রিনপিস ফ্রান্সের পরিচালক জঁ-ফ্রঁসোয়া জুলিয়ার বলেন, “আমরা ইউক্রেনকে ফ্রান্স ও ইউরোপের সমর্থনের বিরুদ্ধে নই। কিন্তু যদি আমরা নৈতিকভাবে সামঞ্জস্যপূর্ণ হতে চাই, তাহলে ইউক্রেনকে সমর্থন করে একই সঙ্গে রাশিয়া থেকে বিপুল পরিমাণ গ্যাস, ইউরেনিয়াম ও রাসায়নিক সার আমদানি চালিয়ে যাওয়া যায় না।”

প্রসঙ্গত, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন বর্তমানে ইউরোপের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিকারক শীর্ষ দেশগুলোর অন্যতম। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিলেও, বেশ কিছু দীর্ঘমেয়াদি চুক্তি—যেগুলোর মেয়াদ ২০৪১ সাল পর্যন্ত—বাতিল করা সম্ভব হয়নি। এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে ফ্রান্সের টোটাল এনার্জিস এবং ন্যাচারগির মতো বড় কোম্পানিগুলো।

গ্রিনপিস জানিয়েছে, তারা ম্যাকরনের মূর্তিটি ফেরত দেবে, তবে নির্দিষ্ট সময় জানায়নি।

কমেন্ট বক্স