মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। স্থানীয় সময় সোমবার (২ জুন) স্কাই নিউজ-এ প্রচারিত একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
মিলার বলেন, "এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।" যদিও তিনি বিষয়টিকে গণহত্যা হিসেবে অভিহিত করতে নারাজ, তবে একাধিক ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মনে করেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, “যুদ্ধাপরাধ সংঘটনের দুটি দিক রয়েছে—প্রথমত, রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে সংঘটিত অপরাধ; দ্বিতীয়ত, বেপরোয়া আচরণের ফলে সংঘটিত অপরাধ। গাজা পরিস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা, সেটি একটি উন্মুক্ত প্রশ্ন। কিন্তু ব্যক্তি পর্যায়ে—ইসরায়েলি সৈন্যদের দ্বারা—যুদ্ধাপরাধ হয়েছে, তা প্রায় নিশ্চিত।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ দুই বছরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথিউ মিলারের এই মন্তব্য ওয়াশিংটনের নীতিগত অবস্থানের সঙ্গে ভিন্নতর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
Mytv Online