ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

ঈদ যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৩৯:১৮ অপরাহ্ন
ঈদ যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের ঈদযাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বাসভাড়া নেয়া হবে না—এ বিষয়ে পরিবহন মালিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, এবারও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, অনভিজ্ঞ চালকদের দিয়ে যাতে যানবাহন চালানো না হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। পরিবহন মালিকরা এ নির্দেশনা মানার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে যাত্রীবেশে ডাকাত ওঠা ঠেকাতে প্রতিটি বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তোলা হবে। প্রতি বাসে তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন, যাদের কাছে প্রশাসনের জরুরি যোগাযোগ নম্বর থাকবে। যাত্রাপথে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারা মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন।

ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, কোনো অবস্থাতেই এসব গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না। চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বেশি নেয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদের ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এই সময়ে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ ছুটি বাতিল করা হয়েছে, কেবলমাত্র জরুরি ছুটি দেয়া হবে।

এ বিষয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক, শ্রমিক, পুলিশ সবাই একসঙ্গে কাজ করছে। সবাই একমত হলে যেকোনো সমস্যা মোকাবিলা সম্ভব। তিনি আরও জানান, চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেয়া হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না—সে যেই হোক না কেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান