ঢাকা , সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’ গোলযোগের করণে এবার মাঝ আকাশ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ অর্থপাচারের অভিযোগে দুদকের জালে স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনা মির্জা ফখরুলের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের মে মাসে বিজিবির অভিযানে ১৩৩ কোটি টাকার চোরাচালান জব্দ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা চোখের বদলে চোখ, তেহরানবাসীর ক্ষোভ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি

চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩৭:৪০ অপরাহ্ন
চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ
২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা মোহামেডান ঘরোয়া ফুটবল লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। তিন দিন আগেই ক্লাব প্রাঙ্গণে হয়েছে সেই স্বপ্নজয়ের উদযাপন। এরই মাঝে এক অভাবনীয় ঘটনা—ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাপ মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন।

আজ (৫ জুন) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্লাব সভাপতি, সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব)-এর কাছে। একইসঙ্গে একটি অনুলিপি পাঠিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছেও। এমন এক সময় পদত্যাগ, যখন পুরো ক্লাব জুড়ে চলছে উৎসবের আমেজ।

মোহামেডানের ফুটবল পুনর্জাগরণে আলমগীরের অবদান অনস্বীকার্য। ২০২৩ সালে ক্লাবের ফেডারেশন কাপ জয়ে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এরপরের মৌসুমে টানা তিনটি আসরে রানার্সআপ এবং এবারের ঐতিহাসিক লিগ চ্যাম্পিয়নশিপ—সবকিছুর পেছনে ছিল তার আর্থিক সহায়তা ও পরিচালনাগত দূরদৃষ্টি।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ক্লাব পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, আগামীতেও ক্লাবের প্রয়োজনে যেমনটা অতীতে পাশে থেকেছেন, তেমনটাই থাকবেন।

তার চিঠিতে উঠে এসেছে ক্লাবের কাঠামোগত কিছু জটিলতা নিয়েও। তিনি জানান, ২০২১ সালের মার্চে নির্বাচিত বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর হলেও, তা এখন চার বছরে গড়িয়েছে—যা গঠনতন্ত্রের লঙ্ঘন। তাই দ্রুত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান মনোনয়নের অনুরোধও করেন।

যদিও চিঠিতে লেখা হয়েছে, তার পদত্যাগে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে না, বাস্তবতা বলছে ভিন্ন কথা। তার সরে যাওয়া দল গঠনের মৌসুমে মোহামেডানের জন্য বড় ধাক্কা হতে পারে। ইতোমধ্যে অন্যান্য ক্লাবগুলো খেলোয়াড় বাছাইয়ে নেমে পড়েছে। মোহামেডান যদি এই রেসে পিছিয়ে পড়ে, তবে শিরোপা ধরে রাখাও কঠিন হবে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে মোহামেডানে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান প্রায় দেড় বছর আগে পরিচালক পদ থেকে পদত্যাগপত্র দিয়েছিলেন, যদিও তা গৃহীত হয়নি। পরে তিনি ফের সক্রিয় ভূমিকায় ফিরে আসেন। এবার ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হবে কি না—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, এই সিদ্ধান্তে মোহামেডান ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’

‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’