নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখল উজবেকিস্তান ও জর্ডান। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে সেরা ছয়ে উঠে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে এই দুই দেশ। এটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ।
বৃহস্পতিবার (৫ জুন) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় উজবেকিস্তান। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করে তারা নিশ্চিত করে বিশ্বমঞ্চে অভিষেকের টিকিট।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে ওমানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছে জর্ডান। একই গ্রুপে ইরাককে ২-০ গোলে হারিয়ে টানা ১১তম বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ এই অর্জন দুটি দেশেই উদযাপনের জোয়ার বইয়ে দিয়েছে। ফুটবলে অনগ্রসর হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে উন্নতির ধারায় থাকা উজবেকিস্তান ও জর্ডান এবার নিজেদের প্রতিভার প্রমাণ দিল বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে।
Mytv Online