ঐতিহ্যবাহী পোস্তার আড়তে চামড়া আসতে শুরু করেছে। তবে এবার সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আড়তদারদের দাবি, এবার কোরবানির সংখ্যা গত বছরের তুলনায় কম হওয়ায় চামড়ার সরবরাহেও প্রভাব পড়েছে।
রোববার (৮ জুন) সকাল থেকেই মৌসুমি ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া নিয়ে পোস্তার আড়তে আসতে শুরু করেন। পাশাপাশি আজ যেসব পশু কোরবানি করা হয়েছে, সেগুলোর চামড়াও আড়তে আসছে।
তবে চামড়ার দাম নিয়ে অসন্তোষ দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, সরকারের নির্ধারিত দাম বাস্তবে কার্যকর হচ্ছে না। অনেক ক্ষেত্রেই অর্ধেক দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
ব্যবসায়ীরা জানান, বাজারে অস্থিরতা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো নজরদারি তৎপরতা নেই। এতে করে অনিয়ম ও দালালচক্র সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।
Mytv Online