ঢাকা , বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ পর্যাপ্ত ঘুমের পরও কেন কাটে না ক্লান্তি? জানুন কারণ ও করণীয় ডিম ও মাংসের দাম কমানো সম্ভব নয় : মৎস্য উপদেষ্টা জুলাই শহীদের মেয়ে লামিয়া ধর্ষণ, ৩ আসামির সাজা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, এ সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে- আইন উপদেষ্টা প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা আটকে দিলো পুলিশ তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের ইসি বিনিয়োগ আকর্ষণে কোরিয়া গেল আশিক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে -বেবিচক চেয়ারম্যান চোখের সামনেই জোবায়েদকে নিস্তেজ হতে দেখেছে বর্ষা প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্ট জ্বালিয়ে দিলেন তরুণী, প্রতিবেশীর মৃত্যু ইতিহাস গড়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ: পুলিশ দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার জুলাই জাতীয় সনদে গণফোরামের স্বাক্ষর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করবে জামায়াত

লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৩:৪৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৩:৪৮:৪৭ অপরাহ্ন
লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি
যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছেন। তার এই আকস্মিক চিঠি ও সাক্ষাৎ অনুরোধ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, নোবেল বিজয়ী ড. ইউনূসকে লেখা চিঠিতে টিউলিপ লন্ডনে তার সফরকালে একটি বৈঠকের সুযোগ চেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সাক্ষাৎ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত নিয়ে উদ্ভূত ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে সহায়তা করবে।

টিউলিপের এই অনুরোধ এমন এক সময় এল, যখন ইউনূস প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই তাকে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রসঙ্গে অনেকে মনে করছেন, তার চিঠি নিজেকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করার রাজনৈতিক কৌশল হতে পারে।

চিঠিতে টিউলিপ লিখেছেন, “আমি একজন ব্রিটিশ নাগরিক। লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও সেখানে আমার কোনও ব্যবসা বা সম্পত্তি নেই।”

তবে দুদকের তদন্তে উঠে এসেছে—বাংলাদেশে টিউলিপের নামে অবৈধভাবে ফ্ল্যাটসহ সম্পদ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, “দুদক লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগে অস্বীকৃতি জানিয়েছে এবং ঢাকার এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে।”

টিউলিপ আরও বলেন, “এই ‘ফ্যান্টাসি তদন্ত’-এর প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সোমবার (৯ জুন) যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া, ১১ জুন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

টিউলিপের এই চিঠি ইউনূসের সফরকে ঘিরে নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। অনেকে মনে করছেন, এতে দুই দেশের রাজনৈতিক যোগাযোগে নতুন জটিলতা কিংবা নতুন কোনো সমঝোতার ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ