মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। ম্যাচটিতে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল।
স্পেনের সামনে রয়েছে টানা তিনটি বড় শিরোপা জয়ের সুযোগ। ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগ জয়ের পর ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় দলটি। এবার নেশনস লিগ ফাইনাল জিতলে তিনটি শিরোপা তাদের ঘরে যাবে।
অন্যদিকে, ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। সেই ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে আজ মাঠে নামবে তারা।
সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। ম্যাচের শেষদিকে গোল করেন রোনালদো, তবে আলো কেড়েছেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। পুরো ম্যাচজুড়ে দারুণ পারফর্ম করেন তিনি।
স্পেন দলে রয়েছেন দানি ওলমো, পেদ্রি, ফাবিয়ান রুইজসহ বেশ কয়েকজন ম্যাচ উইনার। অন্যদিকে রোনালদোর নেতৃত্বে লড়াইয়ে নামবে অভিজ্ঞ পর্তুগিজরা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
Mytv Online